নানা কর্মসূচীর মধ্য দিয়ে ময়মনসিংহে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন


swadeshsangbad প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৩, ৩:১৫ অপরাহ্ন / ১৮৭
নানা কর্মসূচীর মধ্য দিয়ে ময়মনসিংহে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন

রঞ্জন মজুমদার শিবু : “রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (২ এপ্রিল) সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে নগরীর শ্যামাচরণ রোডস্থ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় এর সম্মুখ হতে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। র‌্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
র‌্যালি শেষে বৈশাখী মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান। এসময় তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। আমাদের লক্ষ্য হলো সমাজে কেউ পিছিয়ে থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর কনসেফ বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা যদি আমরা বির্নিমান করতে চাই তাহলে সমাজে কাউকে পিছিয়ে রাখা যাবে না। মোট জনশক্তি থেকে কাউকে পিছিয়ে রেখে যদি আমরা এগিয়ে যেতে চাই তাহলে আমরা আসলেই পিছিয়ে থাকব। জেলা প্রশাসক আলো বলেন, আমাদের ১২ ক্যাটাগরির বিশেষ চাহিদা সম্পন্ন যে ব্যাক্তি বা শিশুরা রয়েছে তাদেরকে আমরা সামাজিক ভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যা করা দরকার তাই করা উচিত। তাদেরকে মূল শ্্েরাতধারা নিয়ে আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ মানুষের পাশাপশি প্রতিবন্ধীদের উন্নয়নে সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন। তাদেরকে সামাজিক ভাবে পুর্নবাসিত করা হচ্ছে। তাদের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা রয়েছে। এছাড়া অভিবাবকরা যে ভাবে যতœ করে এই শিশুদের সেবা দিয়ে এবং পরিশ্রম করে সমাজের মূল শ্রোতধারায় নিয়ে আসার জন্য কষ্ট করছেন তাদের অশেষ কৃতজ্ঞতা জানাই। সমাজের একটি ভালো কাজ আপনারা করছেন। এই শিশুদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের। বিদ্যালয়ে শিক্ষক মন্ডলিরাও অত্যন্ত কঠোর পরিশ্রম করে এই শিশুদের শিক্ষা প্রদান করেন। শিশুরাও তাদের কথা মানছে। শিশুদের সাথে তাদের যে সর্ম্পক তা অত্যন্ত সৌহার্দপূর্ন। প্রতিবন্ধী শিশুরা পিছিয়ে নয় তারাও তাদের দক্ষতা দিয়ে নানা কাজে এগিয়ে যাচ্ছে। আসুন আগামী দিনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলে মিলে একসাথে কাজ করি।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আঃ কাইয়ূম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক এম এম মোহাইমেনুর রশিদ পিপিএম সেবা, সিভিল সার্জন অফিসের কনসালটেন্ট ডাঃ অনুপম দত্ত রায়, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক তাপস ফলিয়া। জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্রের কর্মকর্তা তমালিকা কর্মকার, প্রতিবন্ধী শাহদাত সারোয়ার প্রমুখ। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী প্রতিবন্ধীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে ৬ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক। সবশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।