নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের ৫৫নং দরিল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে বেশ কয়েকটি রেনট্রি গাছ দীর্ঘদিন ধরে মৃত অবস্থায় ঝুকিপূর্ন পরেবেশে রয়েছে। যে কোন সময় গাছের ঢালপালা ভেঙ্গে ছাত্র/ছাত্রী সহ জনসাধারনের প্রাণহানির সম্ভাবনা রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন ২০২০ ও ২০২৩ সনে দুইবার মৃত প্রায় গাছগুলো অপসারণ করার জন্য উপজেলা শিক্ষা অফিসার বরাবর আবেদন করা হলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন কার্য্যকরি পদক্ষেপ নেয়া হয়নি। জুলফিকার আলী নামক একজন অভিভাবক ৩রা অক্টোবর তার ফেসবুকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় সর্বস্তরের জনগন বিদ্যালয়ের পরিবেশ ও ছাত্র/ছাত্রীদের যে কোন ধরনের মারাত্মক দুঘর্টনার হাত থেকে রক্ষা কল্পে জরুরীভাবে গাছগুলো অপসারণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোরদাবী জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :