নান্দাইলে প্রতিবন্ধী-মিতু আক্তার পেল হুইলচেয়ার


swadeshsangbad প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৩, ৩:০৩ অপরাহ্ন / ১১৮
নান্দাইলে প্রতিবন্ধী-মিতু আক্তার পেল হুইলচেয়ার

নান্দাইল প্রতিনিধি : ময়মনসিংহ নান্দাইল উপজেলার ধূরুয়া গ্রামের জাহাঙ্গীর ও পারভীন খাতুনের প্রতিবন্ধী কন্যা মিতু আক্তার (৯)কে শুক্রবার ২৭ জানুয়ারী বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে একটি হুইল চেয়ার হস্তান্তর করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কাঠলীপাড়া আমজনতা ও ঝধরভঁষ ওংষধস ফেইসবুক আইডি থেকে মিতু আক্তারের জন্য একটি হুইল চেয়ারের জন্য আবেদন জানানো হলে।পোস্টটি দৃষ্টিগোচর হয়, সাবেক সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য উপ কমিটি,সাবেক সাংগঠনিক সম্পাদক কবি জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়,আলমগীর কবির দোলন এর অর্থ্যায়নে একটি হুইল চেয়ার নানা আব্দুল জলিল নানী রুমেলা খাতুনের কাছে হস্তাস্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক ও নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক, মোখলেছুর রহমান, জননেতা রফিক উদ্দিন ভূইয়া আদর্শ বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম মুকুল, উপজেলা ছাত্রলীগ নেতা মাজারুল ইসলাম রনি, দেলোয়ার হোসেন প্রমুখ। এসময় উপস্থিত নের্তৃবৃন্দ, প্রতিবন্ধী মিতু আক্তারের সুচিকিৎসার জন্য সমাজের দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান।