শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

নান্দাইলে ভাগ্নের হাতে মামা খুনের ঘটনায় র‌্যাবের অভিযানে গ্রেফতার ৩

রিপোর্টার / ৭৭ ভিউ
আপডেট সময় : বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ১:৩৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের নান্দাইলে চাঞ্চল্যকর আপন ভাগ্নেদের হাতে মামা খুনের ঘটনায় মামলা রুজু হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ অভিযুক্তকে ঢাকার কেরাণীগঞ্জ ও লালবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ। চাঞ্চল্যকর এই ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৯ মার্চ দুপুরে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া এলাকা থেকে আসামী মোঃ আঃ রশিদ (৪০), পিতাঃ মৃত নাজিম উদ্দিন ও মোঃ রনি মিয়া (২২), পিতাঃ আঃ হালিম, উভয় সাং-উত্তর জাহাঙ্গীরপুর, দিঘলাপাড়া, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ এবং একই তারিখ বিকালে ঢাকার লালবাগ থানাধীন শহীদনগর এলাকা থেকে আসামী মোঃ সজিব মিয়া (২২), পিতাঃ মোঃ আঃ রশিদ, সাং-উত্তর জাহাঙ্গীরপুর, দিঘলাপাড়া, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। এছাড়াও উপরোক্ত ঘটনার মতো যাতে আর কোন ঘটনার না ঘটে সে প্রেক্ষিতে র‌্যাবের টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য যে, ভিকটিম আসামীদের আপন মামা। দীর্ঘদিন যাবত তারা একই বাড়িতে পাশাপাশি ঘরে বসবাস করে আসছে। আসামীদের সাথে ভিকটিমদের বসত বাড়ির সীমানা নির্ধারণ করা নিয়ে প্রায়শই ঝগড়া বিবাদ লেগে থাকত। এমতাবস্থায়, গত ২৪ মার্চ দুপুরে ভিকটিম মোঃ মাজিদ উদ্দিন (৮২) বসত বাড়ির উঠানে বসিয়া তার স্ত্রীর সাথে কথাবার্তা বলছিল। এমন সময় আসামী রশিদ (৫০) বাঁশের লাঠি দিয়ে ভিকটিমকে মাথার ডান পাশে সজোরে বারি মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। এই অবস্থা দেখে ভিকটিমের স্ত্রী খাতেন্নেছা (৬৫) তাকে উদ্ধার করতে আসলে তাকেও আসামী আল-আমিন (৩৫) লোহার দিয়ে মাথার তালু বরাবর বারি মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে, ০৯/১০ জন আসামী ভিকটিম ও তার স্ত্রীকে মাটিতে ফেলে রক্তাক্ত অবস্থায় লাঠিসোঠা দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। আসামীদের এহেন কর্মকান্ড দেখে ভিকটিমের ছেলে মোঃ সুরুজ আলী (৪২) ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা দৌড়িয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই ভিকটিম মাজিদ উদ্দিন ও তার স্ত্রী খাতেন্নেছা’কে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে ২৪ মার্চ সন্ধ্যায় ভিকটিম মোঃ মাজিদ উদ্দিন (৮২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর পরিপ্রেক্ষিতে হত্যাকারীদের বিরুদ্ধে ভিকটিমের ছেলে মোঃ সুরুজ আলী বাদী হয়ে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। বর্তমানে ভিকটিমের স্ত্রী খাতেন্নেছা’র অবস্থা আশাংকামুক্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com