নান্দাইলে সাংবাদিক রঞ্জু’র মায়ের জানাযা সম্পন্ন


swadesh sangbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৪, ৪:২১ অপরাহ্ন /
নান্দাইলে সাংবাদিক রঞ্জু’র মায়ের জানাযা সম্পন্ন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ধূরুয়া গ্রামের তাহেরা বানু (৮৫) গতকাল শুক্রবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজিউন)। নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু ও সাংবাদিক এইচএম মিজানুর রহমানের মমতাময়ী মা। আজ শনিবার সকালে ধুরুয়া গ্রামে নিজ বাড়িতে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। এর পূর্বে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, মরহুমার পুত্র ও নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, এইচএম মিজানুর রহমান, সাংবাদিক আব্দুল হান্নান আল আজাদ সহ আরও অনেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা সহ কর্মবহুল জীবনী নিয়ে আলোচনা করেন। পরে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় নান্দাইলের কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিসংখ্যান অফিসার সহ ধূরুয়া গ্রামের সর্বসস্তরের ধর্মপ্রাণ মুসুলমানরা যোগদান করেন।