নান্দাইল প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় মঙ্গলবার (১লা আগস্ট) ১৪টি পরিবারের মাঝে ২টি করে ২৮টি ছাগল বিতরণ করা হয়েছে। স্থানীয় পর্যায়ের বেসরকারী সংস্থা সেবা ফাউন্ডেশনের আয়োজনে ছাগল পালন বিষয়ক কর্মসূচি-২০২৩ এ উপকার ভোগীদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইঁয়া, সেবা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইউসুফ আকন্দ মজিবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে ছাগল লালন পালন ও রোগ বালাই দক্ষ বিষয়ক প্রশিক্ষণ পরিচালনা করেন নান্দাইল প্রাণি সম্পদ বিভাগের সহকারী চিকিৎসক ডাঃ মোঃ জসিম উদ্দিন, সেবা ফাউন্ডেশনের যুগ্ম মহা সচিব রিয়াদ সরকার সহ প্রমুখ।
আপনার মতামত লিখুন :