স্টাফ রিপোর্টার : নির্বাচনী রিপোর্টিং বিষয়ে সাংবাদিকদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ প্রদান করা হয়েছে। রবিবার (২০ আগষ্ট) বিকেলে নিউজ নেটওয়ার্ক এর আয়োজনে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান। এসময় তিনি বলেন, আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাংবাদিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে সংবাদ পরিবেশন করতে হবে। এই সময়ে নিউজ নেটওয়ার্কের নির্বাচন বিষয়ে সাংবাদিকদের যে প্রশিক্ষণ দিল তা সময়োপযোগী। প্রোগ্রামের কন্টেইন গুলো খুবই ভাল। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে সাংবাদিকগণ নিজেকে সমৃদ্ধ করবেন। তিনি আরো বলেন, সুস্থ্য সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত বিষয় জাতির সামনে তুলে ধরুন। নির্বাচনী আইন জানা থাকলে সঠিক তথ্য দিয়ে নিউজ করতে পারবেন। গুজব থেকে সাবধান থাকতে হবে। সাংবাদিকতার ধারা দিন দিন বদলে যাচ্ছে। তরুন প্রজন্ম সুস্থ্য ধারার সাংবাদিকতার পথ দেখাবেন। সমাপনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান করেন।
নিউজ নেটওয়ার্ক এর এডিটর এবং সিইও বীর মুক্তিযোদ্ধা শহীদুজ্জামান এর সভাপতিত্বে এবং স্থানীয় কোর্ডিনেটর মীর গোলাম মোস্তফা এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক অমিত রায়, আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি’র বাংলাদেশ ব্যুরো চিফ জুলহাস আলম, স্বাধীন মিডিয়ার শাহনাজ শারমিন রিনভী, সাংবাদিক নিয়ামুল কবীর সজল, সাইফুল ইসলাম, ওবায়দুল হক, মোস্তাফিজুর রহমান, নাজনিন লাকি প্রমুখ বক্তব্য রাখেন। প্রশিক্ষণে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশ গ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে নিউজ নেটওয়ার্কের জিয়াউর রহমান, রায়হান মাসুদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :