সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৪ পূর্বাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

নিরাপদ খাদ্য আর সুশৃংখল জীবন যাপনই ডায়াবেটিস থেকে আমাদের সুরক্ষা দিতে পারে-অতিঃ বিভাগীয় কমিশনার

রিপোর্টার / ১০৪ ভিউ
আপডেট সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৪:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন, নিরাপদ খাদ্য আর সুশৃংখল জীবন যাপনই ডায়াবেটিস থেকে আমাদের সুরক্ষা দিতে পারে। তিনি আরো বলেন, খাদ্যে ভেজাল, দূষিত পরিবেশ ও সর্বোপরি খাদ্যাভ্যাস পরিবর্তন এবং যান্ত্রিক জীবন যাপনে অভ্যস্ত হয়ে পরার কারণে আমাদের দেশে ডায়াবেটিসের হার দ্রুত বেড়ে চলেছে। এ ভয়াবহ অবস্থা থেকে পরিত্রান পেতে ভবিষ্যত প্রজন্মকে রক্ষায় আমাদের এখনই সোচ্চার হতে হবে। ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস’ ২২ উপলক্ষে গতকাল সোমবার ময়মনসিংহ ডায়াবেটিক সমিতি (মডাস) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আনোয়ার হোসেন আরও বলেন, প্রাচীন বিভাগীয় এ শহরে অবস্থিত ময়মনসিংহ ডায়বেটিক সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে সমিতির পরিসর ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা: গণপতি আদিত্য বলেন, ভেজালমুক্ত খাদ্যাভ্যাস ও দূষনমুক্ত পরিবেশ সৃষ্টি করে আমাদের পরিবারকে ডায়াবেটিস থেকে রক্ষা করতে হবে। তিনি এ দায়িত্ব পালনে ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন। সমিতির দপ্তর সম্পাদক সাংবাদিক নজীব আশরাফ এর সঞ্চালনায় “আগমীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন” এ প্রতিপাদ্য বিষয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ কে.আর. ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ এড. ফরিদ আহমেদ, কর্নেল (অব) অধ্যক্ষ শাহাবুদ্দিন।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সমিতির সদস্য আনিস উদ্দিন আহমেদ, সিদ্দিক আলী মল্লিক, জি. এম. রহমান ফিলিপ্স। এর আগে সকাল ৯টায় শহরের হরিকিশোর রায় রোডস্থ সমিতির কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে গোলপুকুরপাড়স্থ ডায়াবেটিক সমিতির কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালীর নেতৃত্ব দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্দ আনোয়ার হোসেন। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চার শতাধিক রোগীর রক্ত পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন সমিতির সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ এ কে এম আব্দুল আউয়াল খান, ডাঃ নার্গিস আরা বীথি, ডাঃ খুরশিদুন্নাহার বেবী, ডাঃ বিশ^জিৎ রায় চৌধুরী প্রমুখ। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “আগমীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com