ফুলপুরের এক সাংবাদিক পরিবারে হামলার অভিযোগ


swadeshsangbad প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২২, ৪:২০ অপরাহ্ন / ১৩২৬
ফুলপুরের এক সাংবাদিক পরিবারে হামলার অভিযোগ

ফুলপুর প্রতিনিধি : ফুলপুরস্থ সাংবাদিক আব্দুল মোতালেবের পরিবারে হামলা ও হুমকির অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, ফুলপুর প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল মোতালেবের সাথে বালিয়া ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল কদ্দুছের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিলো। আব্দুল কদ্দুছের লোকজন গত বৃহস্পতিবার সকালে দলবদ্ধ ভাবে সাংবাদিক আব্দুল মোতালেবের বিলাসাটি গ্রামের বাড়ি সংলগ্ন ফিসারীর মাছ লুট করে নিয়ে যায়। ফিসারীর পাড় কেটে ব্যাপক ক্ষতিসাধন করে। এতে বাধা দেয়ায় আব্দুল মোতালেবের মেয়েকে মারধর করে। পরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িঘর ঘেরাও করে হামলার চেষ্টা করে। এ বিষয়ে আব্দুল মোতালেব ফেসবুক লাইভ প্রচারসহ ৯৯৯-এ কল করে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে এলাকাবাসি ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। এ ঘটনায় আব্দুল মোতালেবের স্ত্রী হালিমা খাতুন বাদি হয়ে ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আব্দুল মোতালেব জানান, হামলার ভয়ে সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেনা। পরিবারের লোকজন এক প্রকার গৃহবন্ধি অবস্থায় দিনাতিপাত করছেন। আব্দুল কদ্দুছের লোকজন জায়গাটি তাদের দাবি করে হামলা ও মাছ লুটের কথা অস্বীকার করেছেন। ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।