ফুলপুরে র‌্যাবের অভিযানে ২টি তক্ষকসহ আটক ২


swadeshsangbad প্রকাশের সময় : জুন ১৪, ২০২৩, ১:৩৩ অপরাহ্ন / ১৪৮
ফুলপুরে র‌্যাবের অভিযানে ২টি তক্ষকসহ আটক ২

স্টাফ রিপোর্টার : র‌্যাব-১৪, ময়মনসিংহ এর সদর ব্যাটালিয়ন কর্তৃক অভিযানে ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা মূল্য মানের বিরল প্রজাতির বিলুপ্ত প্রায় ২টি তক্ষকসহ ২জন আটক। র‌্যাব-১৪, সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন জানান, র‌্যাব-১৪, ময়মনসিংহ সদর ব্যাটালিয়ন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি অবৈধ বন্যপ্রাণী বিক্রয় চক্র দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন স্থান হতে বন্যপ্রাণী শিকার করে অবৈধভাবে পাচারের জন্য বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য উক্ত অবৈধ বন্যপ্রাণী বিক্রয় চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে গত ১৩ জুন বিকালে ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন গড়পরারী এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ এনামুল হক ও মোঃ রিপন মিয়াকে ০২টি তক্ষক উদ্ধারপূর্বক জব্দ করত গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, উক্ত তক্ষকগুলো তারা সিলেট জেলা হতে ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করে। উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় বন্যপ্রাণী সংরক্ষন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।