মো. আব্দুস ছাত্তার : ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে ৭ম বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন এডভোকেটের পক্ষে আনন্দ মিছিল করেছে কর্মী ও সমর্থকেরা। গতকাল রবিবার সন্ধ্যার পর মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ চত্বর হতে এ আনন্দ মিছিল বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানে এসে শেষ করে। এতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক গোলাম ফারুক আকন্দ, সাবেক সদস্য সিরাজ উদ দৌলা মুঞ্জু, আবুল কালাম মাস্টার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান ভিপি জামান, যুবলীগের আ. মালেক, শরীফুল ইসলাম শরিফ, শ্রমিকলীগের বছির উদ্দিন, কাউন্সিলর শাকের আহমেদ খান, শাহজাহান সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :