মো. আব্দুস ছাত্তার : এসো হে নবীন, বাজিয়ে সুর-লহরী উল্লাসিত নব বীণ। আজ সুর মিলিয়ে গাইব জয়যাত্রার গান, আনন্দে আহ্লাদিত নবীন প্রাণ।’ নবীন শিক্ষার্থীদের বরণ করতে এমন বাক্যই যেন উচ্চারিত হচ্ছে প্রবীণদের কণ্ঠে। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব মাধ্যমিকের সফল সমাপ্তির পর সম্পূর্ণ নতুন মুক্ত জ্ঞানচর্চার রাজ্য হলো কলেজ। গতকাল রবিবার সকালে ফুলবাড়ীয়া কলেজে একাদশ শ্রেণির ২০২৩-২০২৪ শিক্ষার্ষের শিক্ষার্থীদের শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ (চ: দা:) আমজাদ হোসেনের সভাপতিত্বে অধ্যাপক হেলাল উদ্দিন, অধ্যাপক গাউসুর রহমান, গভর্ণিং বডির সদস্য ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম, মো. গোলাম মোস্তফা, শফিকুল ইসলাম তোতা, চান্দালী সরকার, শফিকুল ইসলাম, ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেত্রী সেলিমা বেগম সালমা প্রমুখ।
আপনার মতামত লিখুন :