ফুলবাড়িয়ায় আয়বর্ধক কর্মসূচীর আওতায় ২০ জন স্কুল শিক্ষার্থী পেল মুরগী


swadeshsangbad প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২২, ৪:২৬ অপরাহ্ন / ১৫৪
ফুলবাড়িয়ায় আয়বর্ধক কর্মসূচীর আওতায় ২০ জন স্কুল শিক্ষার্থী পেল মুরগী

মো. আব্দুস ছাত্তার : গতকাল সোমবার সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় স্কুল শিক্ষার্থীদের আয় বর্ধক কর্মসূচীর আওতায় লালন পালনের জন্য ২০ জন স্কুল শিক্ষার্থীদের মধ্যে দেশিয় মুরগী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর ফ্যামিলি ডেভেলপমেন্ট ফর চিল্ডেন উইথ স্পন্সরশীপ (এফডিসিএস) শিক্ষাখাতের আর্থিক সহযোগিতায় মুরগী বিতরণ আয়োজন করা হয়। বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম। এ সময় কৃষি অফিসার কৃষিবিদ রকিব আল রানা, ইপজিয়া প্রজেক্টের প্রোগ্রাম ম্যানেজার ফ্রান্সিস তমাল হালদার, প্রোগ্রাম অফিসার যিহিস্কেল ইজারদার প্রমুখ। প্রতিজনকে ৭ টি মুরগী ও ১ টি করে মোরগ দেওয়া হয়।