ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর সংরক্ষিত বনাঞ্চলের বালুঘাটে অবৈধভাবে গড়ে উঠা ৪ টি স’মিলে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১১ টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রিট মোহাম্মদ নাহিদুল করিম। এ সময় তার সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার, বনবিভাগের ফরেস্ট রেঞ্জার মোঃ সুমন মিয়া।
আদালত সূত্রে জানা যায়, নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুর বনাঞ্চলের পাশে বালুঘাট, কৃষ্ণপুর ও পলাশীহাটা গ্রামে অভিযান চালিয়ে অবৈধ চারটি করাতকলের যন্ত্রাংশ জব্দ করে স্থাপনা গুড়িয়ে দেয়। এ সময় প্রায় ৮ লাখ টাকা মূল্যের বনের কাঠ জব্দ করে। পলাশিহাটা গ্রামে একটি করাতকলের মালিক সোলাইমানকে নগদ অর্থ জরিমানা ও নিয়মিত মামলা দিয়েছেন ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার ভূমি সেলিনা আক্তার। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট জানান, বালুঘাট বাজারের ৪ টি স’মিল পূনরায় চালানোর অনুপযোগী করে উচ্ছেদ করা হয়েছে। এ সময় স’মিলগুলোর মালামাল জব্দসহ ৮ লাখ টাকার কাঠ জব্দ করা হয়। বন এলাকায় গড়ে উঠা অবৈধ স’মিলগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ঐ ম্যাজিস্ট্রট।
আপনার মতামত লিখুন :