ফুলবাড়িয়া প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস ফুলবাড়িয়া উপজেলার ব্যবস্থাপনায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। ময়মনসিংহ অঞ্চলের পরিচালনায় ফুলবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কোর্সে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি মোহাম্মদ নাহিদুল করিম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ.কে.এম শামছুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।
আয়োজক সূত্রে জানা যায়, প্রাথমিক বিদ্যালয় ২২২ তম মোট উপস্থিতি ৪৬ জন ইউনিট লিডার, মাধ্যমিক স্তর ২২৩ ও ২২৪ তম মোট উপস্থিতি ৭৭ জন ইউনিট লিডার। আঞ্চলিক ও জেলা স্কাউটস কর্মকর্তারা ওরিয়েন্টেশন কোর্স পরিচালনা করেন।
আপনার মতামত লিখুন :