রঞ্জন মজুমদার শিবু : সাবেক কর কমিশনার বীর মুক্তিযোদ্ধা ড. জাহাঙ্গীর আলম বলেছেন, আগামী প্রজন্ম যারা দেশকে নেতৃত্ব দিবেন তাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধায় নগরীর ছোট বাজার মুক্ত মঞ্চে ময়মনসিংহ মুক্ত দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির ৩য় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাবেক কর কমিশনার আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তি বিকশিত হয়েছে। এর মাধ্যমে এখন ঘরে বসেই প্রযুক্তির সকল সুফল পাচ্ছে দেশের জনগন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ হলো সব কিছুই ভালো। এর কাজকে এগিয়ে নিতে বর্তমান সরকারের উন্নয়ন জনগনের কাছে তুলে ধরতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কারো বিরুদ্ধে অভিযোগ না করে তার কর্ম জনগণের মাঝে তুলে ধরুন। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং মুক্তিযুদ্ধের চেতনার মানুষ জানিয়ে বলেন, আমি মুক্তিযুদ্ধকে ধারণ করি বলেই ময়মনসিংহের মুক্ত মঞ্চের এই অনুষ্ঠানে এসেছি। যাদের জন্য এই মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে তাদের স্মরণ করতে হবে এবং তাদের আত্মত্যাগের কথা বলতে হবে। সাবেক কর কমিশনার মানবতা লংঘনকারীদের মনে রাখবেন জানিয়ে বলেন, গত ১০ ডিসেম্বর ছিল বিশ্ব মানবতা দিবস। ১৯৭১ সালে যখন মা বোনেরা আত্মাহুতি দিয়েছিল; তখন মানবতা কোথায় ছিল ? বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যাকরা হয়েছিল তখনও মানবতা বিপন্ন হয়েছিল। তখন এই মানবতা নিয়ে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। তিনি আবেগপ্লুত হয়ে বলেন, ময়মনসিংহের মানুষের মাঝে যে মুক্তিযুদ্ধের চেতনা আছে তা অন্য কোথাও নেই।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর ইউনিটের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মীর এমদাদুল হক বুলবুল।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর শাখার প্রচার ও প্রশাসনা সম্পাদক হাসিবুল ইসলাম হাবিব ও জেলা শাখার প্রচার ও প্রশাসনা সম্পাদক এস এম রফিকুল বারী রকি এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার ফোরাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান খান, বিশিষ্ট রাজনীতিবিদ ফারুক আহমেদ খান, অধ্যাপিকা দিলরুবা শারমীন, লিটন পাল, সেলিম শেখ কাজল, আব্দুল আউয়াল মিন্টু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের শুরতেই সকল শহীদদের স্মরণে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।
আপনার মতামত লিখুন :