স্টাফ রিপোর্টার : যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে এবং ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৭)-সমাপনী ও টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিকাল ৪টায় মযমনসিংহে রফিক উদ্দিন ভ’ইয়া স্টেডিয়ামে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুল ইসলাম ফকির, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ খোরশিদ আলম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন মুকুল। স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী।
এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা কর্মচারী, জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে জেলার ১৩ টি উপজেলার ১৪টি দল অংশ গ্রহণ করে। ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ বালক ট্রাইব্রেকারে ঈশ্বরগঞ্জ উপজেলা ৩-১ গোলে মুক্তাগ্ছা উপজেলাকে পরাজিত করে জয়লাভ করে। অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপ বালিকা তারাকান্দা উপজেলা ২-০ গোলে নান্দাইল উপজেলাকে পরাজিত করে জয়লাভ করে।
আপনার মতামত লিখুন :