বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ


swadeshsangbad প্রকাশের সময় : জুন ১৯, ২০২৩, ৩:৪৯ অপরাহ্ন / ১৪৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে এবং ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জুন) বিকেলে মযমনসিংহে রফিক উদ্দিন ভ’ইয়া স্টেডিয়ামে চুড়ান্ত টুর্নামেন্ট ও সমাপনী অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় সদর উপজেলার ময়মনসিংহ মহাবিদ্যালয় ৩-২ গোলে শহীদ স্মৃতি সরকারী কলেজ মুক্তাগাছাকে পরাজিত করে জয়লাভ করে। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ৯নং জার্সিধারী মারুফ আহম্মেদ, ম্যান অবদা টুর্নামেন্ট হয়েছেন ৬নং জার্সিধারী শহীদ স্মৃতি সরকারী কলেজের (মুক্তাগাছা) মুহিম ইসলাম, ম্যান অবদা ম্যাচ নির্বাচিত হয়েছেন ১০নং জার্সিধারী ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ওয়াহিদুল ইসলাম। প্রাইজমানি ছিল-চ্যাম্পিয়ন-৩০,০০০/টাকা ও রানার্সআপ-২০,০০০/টাকা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্ত্তী এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন মুকুল, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহিন প্রমুখ। খেলা পরিচালনা করেন আইনুল ইসলাম, সহকারি হিসেবে ছিলেন লাল মিয়া, সাইফুল ইসলাম মামুন ও তাহসিম বুরহান। সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা কর্মচারী, জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে জেলার ১৩ টি উপজেলার ১৬ টি দল অংশ গ্রহণ করে।