স্টাফ রিপোর্টার : যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে এবং ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ জুন) সকালে মযমনসিংহে রফিক উদ্দিন ভ’ইয়া স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন মুকুল সহ বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা কর্মচারী, জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে ৪টি খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় জামালপুর রানার আপ দল নেত্রকাণা চ্যাম্পিয়ন দলকে পরাজিত করে জয়লাভ করে। জামালপুর চ্যাম্পিয়ন দল নেত্রকোণা রানার আপ দলকে পরাজিত করে জয়লাভ করে। অপরদিকে শেরপুর চ্যাম্পিয়ন দল ময়মনসিংহ রানার আপ দলকে পরাজিত করে জয়লাভ করে এবং ময়মনসিংহ চ্যাম্পিয়ন দল শেরপুর রানার আপ দলকে পরাজিত করে জয়লাভ করে।
আপনার মতামত লিখুন :