স্টাফ রিপোর্টার: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধায় নগরীর থানারঘাটস্থ বদ্ধভূমি স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন ও মোমবাতি প্রঞ্জলন এর মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত অনুষ্ঠানে প্রথমে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে পর্যায়ক্রমে পস্পস্তবক অর্পণ করেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আবিদা সুলতানা, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান এর নেতৃত্বে প্রশাসনের কমৃকর্তা বৃন্দ, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান এর নেতৃত্বে পরিষদের নেতৃবৃন্দ, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভ’ঞার নেতৃত্বে পুলিশ প্রশাসন, সিটি মেয়রের পক্ষে সচিব অন্যপূর্না দেবনাথ, জেলা আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম এর নেতৃত্বে আওয়ামীলীগ, মহানগর াাওয়ামীলী নেতৃবৃন্দ, জেলা প্রশাসকের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যাক্কিবর্গ বদ্ধভূমি স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে বিভাগীয় কমিশনার উপস্থিত সকলকে নিয়ে মোমবাতি প্রজ্ঞলন করেন।
আপনার মতামত লিখুন :