মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৮:১১ অপরাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

রিপোর্টার / ৫৩ ভিউ
আপডেট সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৫:০৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বুধবার (৮ মার্চ) সকালে ঐতিয্যবাহী ময়মনসিংহ প্রেসক্লাব এর ৬৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এদিন সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ অংশ গ্রহণ করেন। র‌্যালী শেষে প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান এর সভাপতিত্বে এবং ক্লাব সাধারণ সম্পাদক অমিত রায় এর সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, বিএফইউজে সাবেক সভাপতি ও প্রধান সম্পাদক টিভি টুডে মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভ’ঞা, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোযাজ্জেম হোসেন বাবুল। আরো বক্তব্য রাখেন এডভোকেট শিব্বির আহমেদ লিটন, এমইউজে সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ক্লাব সহ-সভাপতি ইমাম উদ্দিন মুক্তা, মোশাররফ হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রায়, বিএমএ সাধারণ সম্পাদক এইচ এ গোলন্দাজ তারা, প্রাইভেট প্রেকটিস অর্নাস এসোসিয়েশনের সভাপতি ডাঃ হরিশংকর দাস, ওয়াকার্স পার্টি সভাপতি ডাঃ সুজিত বর্মন, সিপিবি সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত প্রমুখ।
বিকেল ৩টায় একই স্থানে ‘বর্তমান সাংবাদিকতায় চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএফইউজে সভাপতি ওমর ফারুক। ক্লাব সহ-সভাপতি মোশাররফ হোসেন সভাপতিত্বে এবং ক্লাব সাধারণ সম্পাদক অমিত রায় এর সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা ছিলেন বিএফইউজে সাবেক সভাপতি ও প্রধান সম্পাদক টিভি টুডে মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজে কোষাদক্ষ খায়রুজ্জামান কামাল।
সন্ধায় গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। সবশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com