স্টাফ রিপোর্টার : “বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার” শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে। রবিবার (২২ অক্টোবর) সকালে দিবটি উদযাপন উপলক্ষে সারাদিন ব্যাপী রাইট হিয়ার রাইট নাউ প্রকল্পের উদ্যোগে আলোচনা কুইজ প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহে জয়নুল আবেদীন পার্কের গেট থেকে মুক্তমঞ্চ পর্যন্ত শোভাযাত্রা করে বৈশাখী মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক নাজনিন সুলতানা। যুব সমন্বয়কারী মামুন ও কথা আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম। প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করেন রাইট হেয়ার রাইট নাউ প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ জিল্লুর রহমান।
আপনার মতামত লিখুন :