বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস পালিত


swadeshsangbad প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৩, ১:১৯ অপরাহ্ন / ১৩৭
বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস পালিত

স্টাফ রিপোর্টার : “স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। সোমবার (২ অক্টোবর) সকালে ময়মনসিংহ গণপূর্ত অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে নগরীর টাউন হল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মঈনুল হক। র‌্যালীটি টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালীতে জেলা প্রশাসনের কর্মকর্তা সহ গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ অংশ গ্রহণ করেন।
র‌্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মঈনুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোস্তফা কামাল। আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আরিফুল হক মৃদুল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাহফুজুল আলম মাসুম, গণপূর্ত অধিদপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ আশরাফুজ্জামান, নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান সিদ্দিকি প্রমুখ। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা সহ গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।