বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন


swadeshsangbad প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৩, ২:০৪ অপরাহ্ন / ১০৩
বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার : “নিশ্চিত করি শোভন কর্ম পরিবেশ গড়ে তুলি স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ময়মনসিংহ জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর উপ-মহাপরিদর্শকের কার্যালয় এর আয়োজনে নানাবিধ কর্মসূচির মাধ্যমে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৯ টায় নগরীর টাউন হল চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালীতে জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান সহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্মকর্তা কর্মচারী বৃন্দ অংশ গ্রহণ করেন।
র‌্যালী শেষে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। তিনি শ্রমিকের নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য শিল্প মালিকদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী’র সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ময়মনসিংহ এর উপ-মহাপরিদর্শক মোহাম্মদ আরিফুজ্জামান। তিনি জানান শ্রমিকদের কল্যাণে সারাদেশে এযাবৎ ৬ হাজার কমিটি গঠন করা হয়েছে। দেশে প্রথম শ্রমিক প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউ আজ রাজশাহীতে উদ্বোধন করা হচ্ছে। বাংলাদেশ সাড়াবিশ্বে শ্রমিক সন্তোষের প্রথম স্থান অর্জনকারী দেশ। শ্রম পরিদর্শক স্বাস্থ্য নন্দন চক্রবর্তী এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ ফায়সাল আহাম্মেদ, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা এবং জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আফতাব উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানের স্থলে বিনামূল্যে দুই শতাধিক লোকের ব্লাড গ্রুপিং, রক্তচাপ পরীক্ষা ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এর আগে টাউন হল চত্বরে প্রধান অতিথি বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন।