বানবাসী মানুষের পাশে দাড়াতে ভালুকার ছাত্র- সমাজ ও ধুমকেতু ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ


swadesh sangbad প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৪, ৫:২৬ অপরাহ্ন / ৩২
বানবাসী মানুষের পাশে দাড়াতে ভালুকার ছাত্র- সমাজ ও ধুমকেতু ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

বন্যার্তদের সহায়তায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন “ধুমকেতু ফাউন্ডেশন” ও ভালুকা ছাত্র সমাজ এর অনন্য উদ্যোগ। বন্যার্তদের পাশে দাড়াতে অর্থ সংগ্রহের জন্য সর্বসাধারণের কাছে ছুটে যাচ্ছেন ভালুকার ছাত্র-সমাজ ও ধুমকেতু ফাউন্ডেশনের একদল তরুণ-তরুণী। খন্ড খন্ড ভাগে বিভক্ত হয়ে “চল এক হই, বন্যার্তদের পাশে দাড়াই” এই শ্লোগানকে সামনে রেখে ভালুকা উপজেলার বিভিন্ন পয়েন্টে সকল পেশার মানুষের কাছে ছুটে যাচ্ছেন এবং বন্যার্তদের সহায়তায় অর্থ সংগ্রহ করছেন। গত শুক্রবার তাদের এই কর্মসূচী শুরু হয়। প্রথম দিনে (শুক্রবার) সংগ্রহ হয় ৭৮ হাজার ১৯০ টাকা।
দ্বিতীয় দিন যথারীতি আবারও শুরু হয় অর্থ সংগ্রহ কর্মসূচী। গতকাল সংগ্রহ হয় ৯০ হাজার ১৮৭ টাকা।
ধূমকেতু ফাউন্ডেশনের সহকারী পরিচালক ইমন জানান, আমরা এই ভাবে আরও কিছু কালেকশন করব। মোটামোটি একটি ভাল পরিমাণ টাকা সংগ্রহ করে বন্যার্তদের জন্য জরুরী প্রয়োজনীয় সামগ্রী যেমন- শুকনো খাবার, স্যালাইন-ঔষধ নিয়ে বন্যার্তদের সহায়তার উদ্দেশ্যে ভালুকা ছাত্র সমাজ ও ধুমকেতু ফাউন্ডেশনের কয়েকজন রওনা হবো ইনশাল্লাহ। বন্যার্তদের পাশে দাড়াতে ভালুকার সর্বস্তরের মানুষের কাছে মানবিক সহায়তা কামনা করেন তিনি। উল্লেখ্য ধুমকেতু ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। “আর্থের মুখে হাঁসি ফুটানো যদি হয় মানবতা, তাহলে শ্রেষ্ঠ উদাহারণ হল রক্তদান” “হাঁসবে রোগী বাঁচবে প্রাণ, আমরা করবো রক্তদান” এরূপ কিছু প্রতিপাদ্য নিয়ে ২০১৯ সালে ভালুকার একদল তরুণ-তরুণীর মাধ্যমে যাত্রা শুরু হয় ধূমকেতু ফাউন্ডেশনের । অসহায়-মুমুর্ষ রোগীর জন্য জরুরী রক্তের প্রয়োজনে রক্ত দিয়ে কিংবা ডোনার সংগ্রহ করে রোগীর জীবন বাঁচাতে সাহায্য করায় ছিল তাদের মূল উদ্দেশ্য।
এ পর্যন্ত প্রায় কয়েক শত অসহায় মুমুর্ষ রোগীকে সেচ্ছায় বিনামূল্যে রক্তদান এর মাধ্যমে সুস্থ্যতা এবং জীবন বাঁচাতে ভূমিকা রেখেছে ধূমকেতু ফাউন্ডেশন এর সদস্যরা। শুধু সেচ্ছায় রক্তদান ছাড়াও মানবকল্যাণ মূলক বিভিন্ন কাজে অবদান রেখে আসছেন। করোণাকালীন সময়ে অসহায়-দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণের মাধ্যমে মানুষের পাশে দাড়ায় এই সংগঠনের প্রতিটি সদস্য।
সকলকে নিজ নিজ অবস্থান থেকে বন্যার্তদের সাহায্য করার জন্য বিশেষ ভাবে আহবান জানানো হয় ভালুকার ছাত্র-সমাজ ও সংগঠনের পক্ষ থেকে। বিকাশ/নগত পার্সনাল ০১৭০৪৮৪৬০৮২ (হৃদয়), ০১৮১৬৯৬৮১৭২ (মফিজুল), ০১৭৮০০১৯৩৮৪ (ইমন) বিকাশ/নগত/রকেট পার্সনাল।