বিএনপি জামায়াতসহ জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে যথাসময়ে নির্বাচন-এড.সাদিক হোসেন


swadeshsangbad প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৩, ২:০৮ অপরাহ্ন / ১৬৮
বিএনপি জামায়াতসহ জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে যথাসময়ে নির্বাচন-এড.সাদিক হোসেন

স্টাফ রিপোর্টার : জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাসদের সাধারণ সম্পাদক এডভোকেট সাদিক হোসেন বলেছেন, বিএনপি জামায়াতসহ জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, ২৮ তারিখ বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নির্বাচন বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধীরা মরিয়া হয়ে উঠেছে। তিনি আরো বলেন, কোন অবস্থাতেই চলমান উন্নয়ন ও সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুন্ন হতে দেওয়া যাবে না। তিনি দ্বাদশ নির্বাচনে ত্যাগী নেতা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে ১৪ দলের প্রার্থী হিসেবে দূর্নীতি লুটপাটকরীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে মিন্টুর পাশে থাকার আহ্বান জানান। শনিবার (২১ অক্টোবর) বিকালে ফুলবাড়ীয়া উপজেলার ৪নং বালিয়ান ইউনিয়ন জাসদের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাদিক হোসেন এসব কথা বলেন। সন্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কেন্দ্রীয় জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি ও আগামী দ্বাদশ নির্বাচনে ফুলবাড়ীয়া আসন থেকে ১৪ দলের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু।
সন্মেলনে বক্তারা বলেন, অসহায় ফুলবাড়ীয়া বাসী পরিবর্তন চায় তাই আগামী নির্বাচনে তারুণ্যের অহংকার তেজস্বী রাজনীতিবিদ সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে ফুলবাড়ীয়াার মানুষ সাংসদ হিসেবে দেখতে চায়।
৪নং ইউনিয়ন জাসদের সহ-সভাপতি মোঃ চান মিয়া মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় স্থানীয় মোহাম্মদ নগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সন্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক এড. নজরুল ইসলাম চুন্নু, জাতীয় শ্রমিক জোট জেলা শাখার সভাপতি সাংবাদিক শামসুল আলম খান, জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস,এম আশরাফুল ইসলাম হীরা। এ ছাড়া সন্মেলনে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।