বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের শান্তি সমাবেশ


swadeshsangbad প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৩, ২:৪০ অপরাহ্ন / ৮১
বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের শান্তি সমাবেশ

স্টাফ রিপোর্টার : দেশবিরোধী ঘাতক সন্ত্রাসী বিএনপি জামায়াত জোটের ডাকা অনৈতিক হরতালে জনগণের জানমাল ও সার্বিক নিরাপত্তার স্বার্থে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের উদ্যোগে রবিবার (২৯ অক্টোবর) সকালে নগরীর শিববাড়িস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহিত-উর-রহমান শান্ত এর সঞ্চালনায় সমাবেশে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্লু, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুজ্জামান, আনোয়ারা খাতুন, এ বি ছিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আজহারুল ইসলাম, আনোয়ারুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান দুলাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুল আলম মাসুম, দপ্তর সম্পাদক সুমন চন্দ্র ঘোষ, উপ-দপ্তর সম্পাদক মোঃ শাহানুর আলম শান্ত প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে মোঃ ইকরামুল হক টিটু বিরোধী অপশক্তিকে রাজপথে প্রতিহত করে প্রধানমন্ত্রীর উন্নয়ন ধারা অব্যাহত রাখার সংগ্রামে ময়মনসিংহ নগরীতে জনতার ঢল প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পুনঃনির্বাচিত হওয়ার পূর্বাভাস বলে মন্তব্য করেন।
এসময় মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, উপদেষ্টামন্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ, মহানগর আওয়ামী লীগের অন্তর্গত ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীগণ এবং সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।