বিএনপি নির্বাচনে না এলে তাদের সমাধি হবে- আহমদ হোসেন


swadeshsangbad প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৩, ৩:২৯ অপরাহ্ন / ১৮১
বিএনপি নির্বাচনে না এলে তাদের সমাধি হবে- আহমদ হোসেন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ পালায় না, আওয়ামী লীগ প্রতিরোধ গড়ে তুলে। বিএনপিকে পালানোর জন্য পাতাল রেল করে দিলাম। নির্বাচন হবে জানুয়ারিতে। রাজপথ থেকে আওয়ামী লীগের জন্ম হয়েছে। রাজপথেই থাকবে। তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনে না এলে বিএনপির সমাধি হবে। শনিবার (৪ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় নগরীর সার্কিট হাউস মাঠ সংলগ্ন জিমনেশিয়াম প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্যোগে জামাত-বিএনপি’র নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ১৪ বছরে শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রুপান্তর করেছেন। মাথাপিছু আয় বেড়েছে। পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল নির্মাণ মেট্রোরেল সহ অভাবনীয় উন্নয়ন হয়েছে। এক শ্রেণীর মানুষ এসব উন্নয়নের পরও পাগলের প্রলাপ বকে উন্নয়নশীল বাংলাদেশকে আবারো পিছিয়ে দিতে নানা ষড়যন্ত্র করছে। জেলা ও মহানগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। এছাড়া আরো বক্তব্য রাখেন এফবিসিসিআই সহ-সভাপতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি এর সভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপি, এডভোকেট জালাল উদ্দীন খান, এডভোকেট সাদেক খান মিল্কি টজু, এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, গোলাম ফেরদৌস জিল্লু, হোসাইন জাহাঙ্গীর বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ অংগ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।