স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে নবনিযুক্ত অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সন্ততানন্দজী মহারাজ এর যোগদান এবং বেলুড় মঠের নতুন শাখা কেন্দ্র সীতাকুন্ড রামকৃষ্ণ আশ্রম-এর নবনিযুক্ত অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভক্তিপ্রদানন্দজী মহারাজের নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান রবিবার (৩ সেপ্টম্বর) দুপুরে রামকৃষ্ণ মিশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নবনিযুক্ত অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সন্ততানন্দজী মহারাজ এর আগে রংপুর রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই নবাগত মহারাজ এবং বিদায়ী মহারাজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রামকৃষ্ণ মিশনের ভক্তবৃন্দ। পরে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরুন কুমার দত্ত। সভাপতির বক্তব্য রাখেন নবনিযুক্ত অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সন্ততানন্দজী মহারাজ। তিনি বলেন, আপনারা হয়তো ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন তাই আমি এখানে আসতে পেরেছি। তিনি আরো বলেন, স্বামীবিবেকান্দ রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করেছিলেন এবং সংঘের নির্দেশ ছিল যে, যারা পরবর্তীতে সন্যাস হবেন তারা সবসময় সংঘের নির্দেশনা মেনে চলবেন। আমরা হলাম এই সংঘের সন্যাসী, সাধারণ সৈনিক। সৈনিকের কাজই হচ্ছে সেনাপতির নির্দেশ মেনে চলা। তাঁর নিজস্ব মতামত এখানে গ্রহণযোগ্য নয়। তেমনি আমরা রামকৃষ্ণের সৈনিক, স্বামী বিবেকানন্দের সৈনিক। আমাদেরকে যখন যেখানে প্রেরন করা হবে নির্ধিদায় আমরা সেখানে যাব। কারণ ঠাকুরের কাজের জন্যই আমরা শরীর মন প্রাণ অর্পণ করেছি। তিনিই আমাকে দিয়ে এখান থেকে কাজ করিয়ে নিয়েছেন। এখন তিনি তার প্রয়োজনে যদি অন্য কোন সেন্টারে আমাদের যেতে হয় তাহলে আমরা নির্ধিদায় সেখানে যাব। এখানে কোন বিরোধ করার অবকাশ নেই। আরো বক্তব্য রাখেন বিদায়ী অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভক্তিপ্রদানন্দজী মহারাজ, স্বামী হরিপ্রেমানন্দ মহারাজ ঢাকা, স্বামী শান্তিকরান্দ মহারাজ ঢাকা, শ্রী প্রকাশ মোদক ঢাকা, চেম্বার অব কমার্স এর সিনিয়র সহ-সভাপতি শ্রী শংকর সাহা, শ্রী শ্যামল দত্ত, শ্রীমতি স্বপ্না পন্ডিত প্রমুখ। সঞ্চালনায় ছিলেন শ্রী দীপক মোদক। শ্রীরামকৃষ্ণ ভক্ত ও শুভানুধ্যায়িবৃন্দ, ময়মনসিংহ এর আয়োজনে অনুষ্ঠানে রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের সন্যাসীবৃন্দ, ব্রহ্মচারী বৃন্দ সহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :