স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ সংগীত বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, ভাষা সৈনিক পুত্র ও জেলা জাসদের সাধারণ সম্পাদক এডভোকেট সাদিক হোসেন বলেছেন ভাষা আন্দোলনে বিজয়ী বাঙ্গালী জাতি মহান স্বাধীনতা যুদ্ধের অনুপ্রেরনা পেয়েছিল। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ সংগীত বিদ্যালয় আয়োজিত বিদ্যালয় কার্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি আলো বলেন, ভাষা শহিদদের আতœত্যাগের জন্য আজ সারা বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে। তিনি সর্বস্তরে বাংলা ভাষার যথার্থ ব্যবহারে সকলকে আহবান জানান। আলোচনা শেষে ময়মনসিংহ সংগীত বিদ্যালয়ের পরিচালক সাংবাদিক নজীব আশরাফ এর পরিচালনায় শিক্ষার্থীদের অংশ গ্রহণে দেশাত্ববোধক গান পরিবেশিত হয়। এর আগে অতিথি ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। এসময় সংগীত শিল্পী শাফায়েত জামিল সাজু, সংগীত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংবাদিক রঞ্জন মজুমদার শিবু সহ অভিবাবক বৃন্দ উপস্থিত ছিলেন। গান পরিবেশন করেন অর্পিতা সরকার, শুভশ্রী রায় পূজা, অঝরা কর্মকার ঈশা, আরাত্রিকা রায়, আদ্বতা দাশ তনু, অদ্রিতা চন্দ, মাহজাবিন নাশিত, দেবশ্রীচন্দ, তবলায় ছিলেন সুদীপ কান্তি দাস (প্রান্ত)।
আপনার মতামত লিখুন :