নজরুল ইসলাম খায়রুল : কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় দুদিন ধরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে তারিন (১৬) নামে এক তরুণী।
গত শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যা থেকে রোববার (১৩ নভেম্বর) বিকেল পর্যন্ত প্রেমিকের বাড়িতে অবস্থান নেন ওই তরুণী।
তারিন (১৬) উপজেলার সাদেকপুর গ্রামের মাসুদ মিয়ার মেয়ে।
অন্যদিকে প্রেমিক রকিব (১৯) একই গ্রামের সালাম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসায় পড়াশুনা করার সময়ে তারিন ও রকিবের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর দুই বছর ধরে তারা মেলামেশা করেন। এর মধ্যে দুজনের শারীরিক সম্পর্ক হয়। সম্প্রতি তারিন বিয়ের জন্য রকিবকে চাপ দেন। কিন্তু বিভিন্ন বাহানা ধরে রকিব কয়েকদিন ধরে তারিনের সঙ্গে কথা বলাও বন্ধ করে দেন। এরপর মেয়ের পরিবার স্থানীয় লোকজন ও ছেলের পরিবারের কাছে প্রেমের বিষয়টি প্রকাশ করেন। এর মধ্যে ছেলে ও মেয়ের পরিবারে বিয়ের বিষয়টি স্থানীয় লোকজন হস্তক্ষেপ করে সমাধান করবেন বলে আশ্বস্ত করেন। এরপরও তারিন গত শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিয়ের দাবিতে রকিবের বাড়িতে অবস্থান নিয়েছেন। গত রোববার (১৩ নভেম্বর) বিকেলেও প্রেমিকের বাড়িতে তিনি অবস্থান করছেন বলে জানা গেছে।
গত রোববার (১৩ নভেম্বর) দিনগত রাতে এই বিষয়টি স্থানীয়ভাবে জানা গেছে।
আপনার মতামত লিখুন :