ময়মনসিংহে ঢাকাগামী ক্যাটল ট্রেন লাইনচ্যুত ঃ ৫ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু


swadeshsangbad প্রকাশের সময় : জুন ২৫, ২০২৩, ২:৩৯ অপরাহ্ন / ৮০
ময়মনসিংহে ঢাকাগামী ক্যাটল ট্রেন লাইনচ্যুত ঃ ৫ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে গরুবাহী ট্রেন লাইনচ্যূত হওয়ার ৫ ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাভাবিক হয়েছে। গতরাতে জামালপুরের ৃদেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ক্যাটল ট্রেনটি রাতেই ময়মনসিংহ জংশন স্টেশন থেকে ছাড়ার পর বাঘমারা রেলক্রসিং সংলগ্ন ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে ট্রেন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছে লাইনচ্যুত ট্রেনের বগি সচল করে। পরে সকাল সাড়ে আটটার দিকে ঢাকার উদ্দেশ্যে পুনরায় ময়মনসিংহ রেলস্টেশন ছাড়ার পর আবার আউটারে একই স্থানে একটি বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। ওই সময় ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। লাইনচ্যুত বগি থেকে গরু খালাস করে ট্রাকে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকারি ট্রেন দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ শেষ করার পর ট্রেন চলাচল শুরু হয় বলে স্টেশন সুপার নাজমুল হক খান জানান।