ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১৯


swadeshsangbad প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৩, ২:৫৯ অপরাহ্ন / ৯৮
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১৯

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১০ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই মোঃ রুবেল মিয়া এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন জে.সি গুহ রোডস্থ হতে ডাকাতির প্রস্তুতি কালে আসামী মোঃ রনি, পটল ওরফে সঞ্জু মিয়া, খোকন চন্দ্র রায়, বধিউজ্জামান বধির, মোঃ শফিক ও মোঃ রুহানকে গ্রেফতার করা হয়। এসআই আসাদুজ্জামান এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রুটিওয়ালাপাড়া হতে আসামী মোঃ সোহাগকে ০৫ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়। এসআই দিদার আলম এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন বেলতলী এলাকা হতে র্ধর্ষণ মামলার একমাত্র আসামী বাবুকে গ্রেফতার করা হয়। এসআই কামরুল হাসান, এসআই ত্রিদীপ কুমার বীর এবং এসআই আসাদুজ্জামান গন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া সন্দিগ্ধ ডাকাত ও চোর শহিদ ও মোঃ মহসিন হোসেনকে গ্রেফতার করা হয়। এসআই আশরাফুর আলাম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত অন্যান্য মামলার আসামী আসাদুল ও মাসুমকে গ্রেফতার করা হয়। এএসআই হযরত আলী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে আসামী আশরাফুল ইসলাম বিজয়কে গ্রেফতার করা হয়।
এছাড়াও এসআই/আসাদুজ্জামান এবং এএসআই/মোঃ আবুল কালাম থানা এলাকায় অভিযান করিয়া গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ রোমান মিয়া ও আরফান কোরাইশীকে গ্রেফতার করা হয়। প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।