স্টাফ রিপোর্টার : ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রনালয় ও ইউনিসেফের সহযোহিতায় এবং জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহ এর আয়োজনে পানিতে পড়ে শিশু মৃত্যুর হার রোধে এবং শিশুদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণে ৫০ জন শিশু অংশ গ্রহণ করেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ নগরীর স্টেডিয়াম সংলগ্ন সুইমিংপুলে সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। সমাপনী অনুষ্ঠানে ইউনিসেফের শিশু সুরক্ষা বিষয়ক কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ, ব্র্যাক কোর্ডিনেটর ক্যাথি রুনা, সুইমসেইফ ট্রেইনার সাবিনা আক্তার, সুইমিং কোচ আব্দুস সামাদ কাজল, সিপিসিএম রোজিনা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সাঁতার প্রশিক্ষণার্থী, ইউনিসেফ প্রতিনিধি, অভিবাবক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী বলেন, বাচতে হলে সাঁতার শিখতে হবে। নদীমাতৃক দেশ বাংলাদেশ রয়েছে অনেক নদী নালা, খাল-বিল, হাওড়, পুকুর, ডোবা। এদেশে প্রতিদিন গড়ে ৪০ জন শিশু পানিতে ডুবে মৃত্যু বরন করে। তাই শিশু মৃত্যুর হার রোধে শিশুর বয়স ৬ বছর হলেই সাঁতার শেখাতে হবে। সাঁতার হলো জলের সাথে খেলা করা। সাতার শেখার জন্য প্রতিটি পরিবারের অভিবাবককে উদ্বুদ্ধ করতে হবে যেন তাদের শিশুদের প্রতি খেয়াল রাখে এবং সাঁতার শেখায়। বাড়ির আশপাশের পুকুর সুরক্ষিত রাখতে হবে। তিনি আরো বলেন, ভয়কে জয় বরে নিয়মিত চর্চা করতে হবে।
আপনার মতামত লিখুন :