স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ প্রেসক্লাবে সিটি মেয়র অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ সময় মেয়র বলেন, খেলাধুলা শরীর ও মনের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া এ খেলাধুলা প্রেসক্লাবের নবীন-প্রবীন বন্ধনকে শক্তিশালী করতেও ভূমিকা রাখবে। প্রেসক্লাবের এ ধরণের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। ময়মনসিংহ প্রেসক্লাবের সকল উদ্যোগের সাথে একাত্মতা জানিয়ে মেয়র বলেন, প্রেসক্লাবের সাথে আছি, থাকবো।
ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে এ সময় ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ফারুক আহমেদ খান, ময়মনসিংহ প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ শরীফুজ্জামান টিটু সহ ময়মনসিংহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :