স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক ও বালিকা ( অনূর্ধ্ব-১৭) ফাইনাল টুর্নামেন্টে বালিকা ময়মনসিংহ জেলা ৫-০ গোলে শেরপুর জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপর দিকে বালক জামালপুর জেলা ৭-৬ গোলে নেত্রকোনা জেলাকে ট্রাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই টুর্নামেন্টে বালিকা ময়মনসিংহ জেলা দলের সর্বোচ্চ গোলদাতা এবং ম্যান অব দি ম্যাচ পূজা রানী কৃষ্ণা, টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছে সাথি। বালক নেত্রকোনা জেলা দলের সর্বোচ্চ গোলদাতা খান ফাহিম, ম্যান অব দি ম্যাচ জামালপুর জেলা দলের গোলকিপার রনক এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছে জামালপুর জেলা দলের সাইম।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতপাদ্য নিয়ে দেশব্যাপী ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদ্যাপনের অংশ হিসাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, ময়মনসিংহের বাস্তবায়নে বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, নেত্রকোনা জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার, জামালপুর জেলা ক্রীড়া অফিসার আফরিন মনি, শেরপুর জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এ কে এম মাহবুবুল আলম, সমন্বয়ক গোকুল সুত্রধর মানিক সহ প্রশাসনের কর্মকর্তা, ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :