স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র্যাবের অভিযানে আটক ০৭ (সাত) দালালের কারাদন্ড। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় অধিনায়ক, র্যাব-১৪ ময়মনসিংহ নির্দেশক্রমে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় দালাল চক্রের সদস্য মোঃ শামছুল আলম(৪১), পাতারিয়া, বিজয় দাস হরিজন (৪৫), সাং-নতুন বাজার হরিজন পাড়া, মোঃ তুষার আহম্মেদ (২৬), সাং-চরপাড়া, মোঃ রতন মিয়া (৪৭), সাং-চরপাড়া বউ বাজার, মোঃ আলাল উদ্দিন (৩২), সাং-চর কালিবাড়ী, মোঃ জুয়েল মিয়া (২৬), সাং-গনে শ্যামপুর, সকলের থানা-কোতোয়ালী এবং পাভেল (২৩), সাং-সিঙ্গীমারী, থানা-ফুলপুরকে আটক করে। আটককৃতদের ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক প্রত্যেককে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
গ্রেফতারকৃত আসামীদের‘কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অসহায় রোগীদের সরকারি ওষুধ দেওয়ার কথা বলে ও উন্নত পরীক্ষা-নিরীক্ষা করে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিত এবং বিভিন্ন সময়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাজে বাঁধা প্রদান করে আসছিল। দালাল চক্র নির্মূলে র্যাবের এমন অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ধৃত আসামীদেরকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :