স্টাফ রিপোর্টার : মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ে ২য় ধাপে প্রধানমন্ত্রী বুধবার সকাল সোয়া ৯টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৬৪টি জেলায় ২২১০১ টি সেমি-পাকাঘর ও ২ শতক জমিসহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পাশাপাশি ময়মনসিংহ সদর উপজেলা, ঈশ্বরগঞ্জ, হালুয়াঘাট, ধোবাউড়া, গফরগাঁও ও মুক্তাগাছা উপজেলাকে ভূমিহীন ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই সারাদেশের ন্যায় ময়মনসিংহ জেলার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় ভাবে উপকারভোগীদের নিকট ঘরের দলিল, খতিয়ান হস্তান্তর করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার। এসময় তিনি বলেন, জাতির পিতার আজন্ম স্বপ্ন ছিলো এই বাংলার গরীব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটানো। জাতির পিতার স্বপ্ন ও আকাঙ্খা বজায় রেখে ক্ষুধা মুক্ত ও দারিদ্র মুক্ত সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন আশ্রয়ণ-২ প্রকল্প। ‘মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না এ নির্দেশনার প্রেক্ষিতে দেশব্যাপী গৃহনির্মাণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা মোস্তারী, জেলা আওয়ামিলীগ সভাপতি এহতেশামুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসাইন, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন, সহকারী কমিশনার ভূমি ইবনে মিজান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস ছালাম সরকার, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আওয়াল সেলিম, জেলা আওয়ামিলীগ সাবেক সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ইউপি চেয়ারম্যান বৃন্দ, উপকারভোগী, স্থানীয় সামাজিক, রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফিজুর রহমান।
উল্লেখ্য, সদর উপজেলায় মোট ৮০০টি ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকার মধ্যে ১ম পর্যায়ে ২৫০টি, ২য় পর্যাযে ৭৫ টি, ৩য় পর্যায়ে ১২০ টি, ৪র্থ পর্যায়ে ২৯০ টির মধ্যে ১ম ধাপে ১১৪ টি পুর্নবাসন করা হয়েছে। ২য় ধাপে এখন ১৭৬ টি গৃহ প্রদানের মাধ্যমে মোট ৭৩৫ টি গৃহ নির্মাণ করে পুনর্বাসন করা হচ্ছে এবং ৬৫ টি পরিবারকে বিভিন্ন গুচ্ছগ্রাম ও আবাসন আশ্রয়নে পুর্নবাসিত করে ময়মনসিংহ সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :