মাসব্যাপী সিটি তাঁত বস্ত্র মেলার উদ্বোধন করলেন মসিক মেয়র


swadeshsangbad প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৩, ১২:৩৪ অপরাহ্ন / ১৪২
মাসব্যাপী সিটি তাঁত বস্ত্র মেলার উদ্বোধন করলেন মসিক মেয়র

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ নগরীর কাচারীঘাটস্থ ব্রহ্মপুত্র নদের পাড়ে সিটি কর্পোরেশনের আয়োজনে মাসব্যাপী সিটি তাঁত বস্ত্র মেলা শুরু হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) বিকেলে বেলুন উড়িয়ে ও ফিতাকেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভ’ঞা, প্যানেল মেয়র-ত সামীমা আক্তার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিব, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি শংকর সাহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় রকমারি পণ্যের সমাহার সহ রয়েছে শিশুদের জন্য বিনোদনমূলক বিভিন্ন রাইড।