রঞ্জন মজুমদার শিবু : অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) যুগ্মসচিব মোহাম্মদ আনোয়ার হোসেন। এসময় তিনি বলেন, বিজয় মানেই আনন্দ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি আমরা গর্বিত। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনার প্রথম কথাটি হচ্ছে সর্বোচ্চ দেশপ্রেম। দেশ গড়তে হলে সকলকে একত্রে দেশ প্রেম নিয়ে কাজ করতে হবে। মুখে যা বলব তা অন্তরে ধারণ করব তবেই সোনার বাংলা হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে। সুখি সম্দ্ধৃ সোনার বাংলা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বঙ্গবন্ধু চেয়েছিলেন সোনার বাংলা। সোনার বাংলা এখন দিবা স্বপ্ন নয়। আমরা অনেক এগিয়ে গেছি। যা ২০৪১ সালে বাস্তবায়ন হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধায় নগরীর ছোট বাজার (মুক্তিযোদ্ধা সরণি) মুক্ত মঞ্চে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ময়মনসিংহ মুক্ত দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে সপ্তাহব্যাপী অনুষ্ঠান মালার সমাপনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার আরো বলেন, ১৯৭২ সালে বাংলাদেশের বাজেট ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা আর ২০১২১ সালে মাননীয় প্রধানমন্ত্রী ৬ লাক্ষ ৩হজার ৬৮১ কোটি টাকার বাজেট দিয়েছেন। অর্থনীতির সমীক্ষায় অনেক এগিয়ে গেছে। বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে যে ৩০ লক্ষ লোক তাদের জীবন বিলিয়ে দিয়েছেন। তারা যে আশা নিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তা পুরনে আমাদের কাজ করতে হবে। সে দেশটা গড়ে তোলার দায়িত্ব আমাদের। তবেই মুক্তিযোদ্ধাদের আতœা শান্তি পাবে। মুক্তিযোদ্ধাদের উদ্যেশ্য সার্থক হবে।
স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা বিপিএম, পিপিএম, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
আলোচনা করেন কোতোয়ালী মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক শিকদার, সোনার বাংলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগ সাবেক প্রচার সম্পাদক আহসান মোঃ আজাদ, মহানগর স্বেচ্ছাসেবকলীগ সাবেক আহবায়ক মোঃ মোফাখকার হোসেন, আওয়ামী যুবলীগ জেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক শাহরিয়ার মোঃ রাহাত খান, ছাত্রলীগ জেলা শাখার সাবে সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রবিন, মক্তিয্দ্ধোা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সভাপতি মোঃ হুমায়ুন রশিদ সোহাগ, সাধারণ সম্পাদক মোঃ রিয়াদুল ইসলাম রানা, মুক্তিযোদ্ধার সন্তান ও গবেষক সহকারি অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হক।
উপস্থাপনায় ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড হালুয়াঘাট উপজেলা আহবায়ক মোঃ শাহাদাত হোসেন আকন্দ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক বিলকিস আক্তার রুমা। এসময় জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই সকল শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিভিন্ন সংগঠন।