স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে ডিভিশনাল স্পেশালাইজড হসপিটাল লিমিটেড ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক মহাসচিব অধ্যাপক ডাঃ এম. এ আজিজ । গত শুক্রবার বিকেলে নগরীর চরপাড়া ঈশাখাঁ টাওয়ারে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের পরিচালক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালনা পরিষদের সদস্য ফাইম চৌধুরী সনির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, ময়মনসিংহ ক্লিনিক ও ডায়াগনোস্টিক এসোসিয়েশনের সভাপতি ডা. হরি শংকর দাস, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ময়মনসিংহের সাধারণ সম্পাদক ডা. এইচ এ গোলন্দাজ তারা, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক উজ্জ্বল প্রমুখ । এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক এইচ এম ফারুক, মোঃ শামীম আহমেদ, মোঃ আনোয়ার হোসেন টুটুল, মির্জা মাহমুদুল হাসান, মোঃ আবু বক্কর সিদ্দিক, শান্তনু পাল শান্ত, মোঃ শাহরিয়ার আলম সুমন, দিপুল বনিক, জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক স্বপ্না খন্দকারসহ প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক, সামাজিক, গণ্যমান্য ব্যাক্তিবর্গ। আলোচনা শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :