স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহে তিনদিন ব্যাপী শীতকালীন মেলা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) নগরীর টাউনহল প্রাঙ্গণে ফিতা কেটে আনুষ্ঠাানিকভাবে মেলার উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
অনলাইন বিজনেস ভিত্তিক সংগঠন ই-কমার্স পয়েন্ট এন্ড শপিং কার্ড (ইপিএসসিএম) এর উদ্যোগে আয়োজিত মেলায় ৩৪টি স্টল বসানো হয়েছে। মেলায় বিভিন্ন দেশীয় পণ্য, মেয়েদের পোশাক ও তৈরি পিঠা বিক্রি করা হচ্ছে। ইপিএসসিএম এর এডমিন ইশরাত দৌলা ইমা বলেন, অনলাইনে যেসকল নারী উদ্যোক্তারা কাজ করছেন তাদের নিয়েই এই আয়োজন। আশাকরি আমাদের আয়োজন সবাই সাড়া দিবে। মেলায় দর্শানার্থী ও ক্রেতাদের চাহিদার কথা চিন্তা করে বিভিন্ন পণ্য ও পিঠার আয়োজন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :