ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে গ্রেফতার ১০


swadeshsangbad প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২২, ৩:০২ অপরাহ্ন / ১৪৯
ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে গ্রেফতার ১০

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১০ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে পুলিশ পরিদর্শক ফারুক হোসেন এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করে নতুন বাজার এলাকা হতে বিস্ফোরক মামলার আসামী মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকিলকে গ্রেফতার করা হয়। এসআই দেবাশীষ সাহা এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করে গাঙ্গীনারপাড় ট্রাফিক মোড় এলাকা হতে অন্যান্য মামলার আসামী মোঃ রিয়াদ হাসানকে গ্রেফতার করা হয়। এসআই হারুনুর রশিদ এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করে অষ্টধার বাজার এলাকা হতে অন্যান্য মামলার আসামী আসাদুলকে গ্রেফতার করা হয়। ইহা ছাড়াও এসআই মেহেদী হাসান, দেবাশীষ সাহা, এএসআই নুর আলম, হযরত আলী, সোহরাব হোসেন, হাফিজুর রহমান, ইকবাল হোসেন প্রত্যেকে থানায় এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ১টি জিআর সাজা এবং ৬ জিআর সহ সর্ব মোট ৭টি বডি তামিল করেন। জিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ১জন মোঃ কামাল মিয়া। জিআর গ্রেফতারী পরোয়ানায় ৬জন নাজমুল হোসেন, মোছাঃ শিরিন আক্তার, মাহফুজুর রহমান লিটন, বিপ্লব ও মাহমুদুল হাসান রুবেল। উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।