ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১৫


swadeshsangbad প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৩, ৩:২৪ অপরাহ্ন / ১২৬
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১৫

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে বিভিন্ন অপরাধের দায়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে বিভাগীয় নগরীর সহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধ ও আদালতের পরোয়ানাভুক্ত অধরাধীদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ দ্রুত নিষ্পত্তি করার লক্ষে কাজ করছে কোতোয়ালী পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই মোঃ শাহজালাল এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া হাবুন বেপারী মোড়স্থ হতে মাদক মামলার আসামী মোঃ প্রান্ত মিয়াকে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ৩০ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এসআই মাহফুজুর রহমান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে অত্র থানাধীন সেহড়া চামড়া গুদাম হতে চুরি মামলার আসামী মোছাঃ জান্নাতুল আক্তার ফেরদৌসীকে গ্রেফতার করা হয়। এসআই আলাউদ্দিন এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন সুতিয়াখালী উজান পাড়া হতে মারামারি মামলার মোঃ সুজন ইসলাম ও মোঃ সজল ইসলাম কে গ্রেফতার করা হয়। এসআই দিদার আলম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আওতাধীন এলাকায় কিশোরগঞ্জ গামী মহাসড়ক হতে চর নিলক্ষীয়া গামী রাস্তার মোড়ে হতে অন্যান্য মামলার মোঃ জাকারিয়া, মোঃ শরিফ ও আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসআই মাসুদ জামালী এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে অত্র থানাধীন ঢোলাদিয়া শিক্ষা বোর্ডের সামনে হতে অন্যান্য মামলার মোঃ মোজাফ্ফর হোসেন স্বপন, মোঃ মাসুদকে গ্রেফতার করা হয়। এসআই মোঃ শাহজালাল এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া জুবলী কোয়াটার মোড় হতে অন্যান্য মামলার মোঃ বুলবুলকে গ্রেফতার করা হয়। এএসআই মোঃ মাহমুদুল হাসান নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করো অত্র থানাধীন সারদা ঘোষ রোডস্থ হতে অন্যান্য মামলার আসামী তোফাজ্জল হোসেন রাব্বী ও সজল আচার্য্য গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এএসআই আঃ সাত্তার, আবুল হাসান এবং নূরুজ্জামান থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২টি জিআর ও ১ সিআর সাজা বডি সহ সর্ব মোট ৩টি বডি তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানায় ২জন মোঃ ইছাহাস আলী। সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ১জন মোঃ খাইরুল আলম। উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।