ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১৭


swadeshsangbad প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৩, ১২:৫১ অপরাহ্ন / ১৭৭
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১৭

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে বিভিন্ন অপরাধের দায়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে বিভাগীয় নগরীর সহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধ ও আদালতের পরোয়ানাভুক্ত অধরাধীদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ দ্রুত নিষ্পত্তি করার লক্ষে কাজ করছে কোতোয়ালী পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই আরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ভাটিকাশর হতে মাদক মামলার আসামী মোঃ মনির হোসেন, মোঃ শফিকুল ইসলামকে গ্রেফতার করেন এবং তাহাদের নিকট হইতে ৫০ পিস ইনজেকশন উদ্ধার করা হয়। এসআই কুমোদলাল দাস এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন চরপাড়া এলাকা হতে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ মারুফ মিয়া, মোঃ মোহিতকে গ্রেফতার করেন। এসআই দিদার আলম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে সুতিয়াখালী হতে দ্রুত বিচার মামলার আসামী মোঃ আঃ কাদির, মাঈন উদ্দিন ওরফে ফরহাদ, মাজহারুল ইসলাম স্বাধীনকে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এসআই আরিফুল ইসলাম, এএসআই হুমায়ুন কবির থানা এলাকায় অভিযান করিয়া ৩টি জিআর, এএসআই সোহরাব হোসেন ১টি সিআর এবং এসআই কামরুল হাসান, আশিকুল হাসান, উভয় কোতোয়ালী মডেল থানা, এসআই আনোয়ার হোসেন, এএসআই নূরুজ্জামান, ইকবাল হোসেন সর্ব ১নং পুলিশ ফাঁড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ’রা মোট ০৬টি জিআর সাজা, সর্ব মোট ১০টি বডি তামিল করেন। জিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ৬জন। মোঃ জয়নাল মিয়া, মোঃ হেলাল আহম্মেদ ওরফে হেলিম, মোঃ মোজাম্মেল হোসেন, মোঃ আনোয়ার হোসেন, তিমির কুমার রায়, মোঃ রাসেল। জিআর গ্রেফতারী পরোয়ানায় ৩ জন আরিফ, মোঃ জাহিদ হাসান, আরিফ। সিআর গ্রেফতারী পরোয়ানায় ১জন মোঃ শহিদুল ইসলাম (শাহীন), । উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।