ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ৮


swadeshsangbad প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২২, ৩:১৩ অপরাহ্ন / ১৬৫
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ৮

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে বিভিন্ন অপরাধের দায়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৮ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই আশিকুল হাসান ইসলাম এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করে চরশসা গ্রাম হতে মাদক ব্যবসায়ী মোঃ খলিলুর রহমানকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসআই আল মামুন এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করে অস্টধার হতে মাদক ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম সাধুকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এএসআই মাহমুদুল হাসান, জনগন কর্তৃক ধৃত আসামী রায়হানকে অত্র থানাধীন রামকৃষ্ণ মিশন রোডস্থ হতে অন্যান্য মামলায় গ্রেফতার করেন। এএসআই ইকবাল হাসান, আসামী মোঃ প্রনয় মিয়া ওরফে তন্ময় ও শ্রী সুগ্রীব চন্দ্র পন্ডিতকে অত্র থানা এলাকা হতে অন্যান্য মামলায় গ্রেফতার করেন। এসআই কামরুল হাসান এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করে সানকিপাড়া হতে চুরি মামলার আসামী মোঃ মেহেদী হাসানকে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া এসআই মুহাম্মদ জহিরুল ইসলাম ১টি জিআর বডি এবং এসআই তানভীর আহম্মেদ ছিদ্দীকী ১টি সিআর বডি তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানায় ১জন উজান ঘাগড়ার মোঃ সোহেল। সিআর গ্রেফতারী পরোয়ানায় ১জন আল আমিন। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।