স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে বিভিন্ন অপরাধের দায়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে বিভাগীয় নগরীর সহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধ ও আদালতের পরোয়ানাভুক্ত অধরাধীদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ দ্রুত নিষ্পত্তি করার লক্ষে কাজ করছে কোতোয়ালী পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই শাহজালাল, ৩নং ফাড়ি এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন সেহড়া চামড় গুদাম হতে ১ জন মাদক ব্যবসায়ী মোঃ মানিক মিয়া ওরফে পুইট্রা মানিককে গ্রেফতার করেন এবং আসামীল নিকট হতে ০৫ পুটলা হেরোইন উদ্ধার করা হয়। এসআই হারুনুর রশিদ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে মাসকান্দা বাসষ্ট্যান্ডস্থ হতে ২জন মাদক ব্যবসায়ী সোহান সরকার, এনামুল হককে গ্রেফতার করেন এবং আসামীদ্বয়ের নিকট হতে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসআই তানভীর আহম্মেদ ছিদ্দিকী এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে অত্র থানাধীন বলাশপুর আলীয়া মাদ্রাসা এলাকা হতে দস্যুতার চেষ্টা মামলায় আসামী মোঃ আজিজুল হাকিমকে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই নিরুপম নাগ, টিটু সরকার, .রুবেল, আনিছুর রহমান, এএসআই সুমন, আমিরুল,. হযরত প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৯টি জিআর এবং এসআই উত্তম একটি সিআর তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানায় ০৯জন হলেন, জামাল হোসেন মনা ওরফে রং মিস্ত্রি মনা, রাজিব মিয়া, হাসিনা খাতুন, শহর বানু, সবুজ মিয়া, মোঃ সুরুজ আলী, মনির হোসেন, আানোয়ারুল, মোঃ মানিক মিয়া ওরফে পুইট্রা মানিক। সিআর গ্রেফতারী পরোয়ানায় ১জন মোঃ তোফাজ্জল হোসেন। উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট/মামলা রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
আপনার মতামত লিখুন :