স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে বিভিন্ন অপরাধের দায়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৭ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই শাহ মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি টীম মাসকান্দা হাইস্কুল রোড থেকে মাদক মামলার আসামী মোঃ ইসা, মোঃ রাজিব, শাহরিয়ার শিপন ও শিবলী সাদিক জয়কে ৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এসআই মোঃ শাহজালালের নেতৃত্বে একটি টীম মধ্য বাড়েরা থেকে মাদক মামলার আসামী সাদেকুল ইসলাম ওরফে সজিব ও হাফিজুল ইসলামকে ৮ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। এসআই কমল সরকারের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে চুরি মামলার আসামী রোমান আহমেদ, এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম অস্টধার এলাকা থেকে অন্যান্য মামলার আসামী হাতেম আলী, এসআই মানিকুল ইসলামের নেতৃত্বে একটি টীম মাইজবাড়ী এলাকা থেকে অন্যান্য মামলার আসামী শফিকুল ইসলাম স্বাধীন, এএসআই আনোয়ার হোসেন-২ এর নেতৃত্বে একটি টীম তালতলা এলাকা থেকে অন্যান্য মামলার আসামী রিজন, এএসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম বলাশপুর এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ ইউসুফ, মোঃ লিমনকে গ্রেফতার করে।
এছাড়া এসআই হাবিবুর রহমান, শাহজালাল, এএসআই মাহমুদুল হাসান, সোহরাব হোসেন, আমিরুল ইসলাম পৃথক অভিযান পরিচালনা করে পরোয়ানা ভুক্ত আরো চারজনকে গ্রেফতার করে। তারা হলো, মনিরুজ্জামান ওরফে মনির, সাদেকুল ইসলাম ওরফে সজিব, মোঃ হুমায়ুন কবির ও মোঃ স্বপন মিয়া। এদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়। রবিবার গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :