স্টাফ রিপোর্টার : শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন সমাপ্তের পর দ্বিতীয় অধিবেশনে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন এবং ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চারজনের নাম ঘোষণা করেন। এসময় ঘোষিত সভাপতি ও সম্পাদকদ্বয়কে উপস্থিত নেতাকর্মীরা হাত তুলে সমর্থণ জানান। সম্মেলনে জেলা আওয়ামীলীগের সভাপতি পদে আলহাজ এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এবং মহানগর আওয়ামীলীগের সভাপতি পদে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু ও সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। এছাড়া বিলুপ্ত ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকাকে কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ মি. রেমন্ড আরেং, গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ এমপি, ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের নয়া সভাপতি এহতেশামূল আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু ও সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।
নবগঠিত উভয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :