স্টাফ রিপোর্টার : ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রনালয় জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২২/২০২৩খ্রি. এর আওতায় (অনুর্ধ্ব-১৬) বছরের বালক/বালিকাদের অ্যাথলেটিকস ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২০ মার্চ) সকালে মযমনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিন।
ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গঅর হোসেন, চরনিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা। এসময় জেলা উপজেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা সহযোগিতায় ছিল চরনিখলা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় ৮টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ছোট বালক/বালিকা ১০০মি. দৌড়, মধ্যম বালক/বালিকা ২০০মি. দৌড়, বড় বালক ৪০০মি. দৌড়, বড় বলিকা মিউজিক্যাল চেয়ার, ছোট বালক মোড়ক লড়াই, ছোট বালিকা দড়ি লাফ, বড় বালক দীর্ঘ লাফ, মধ্যম বালিকা বেলুন ফোটানো, বড় বালক ট্রিপল জাম্প ও বড় বালিকা ট্রিপল জাম্প প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
আপনার মতামত লিখুন :